মধুমন্তী :
সে হয়তো পার্ক স্ট্রিট বা কামদুনি
সে হয়তো খরজুনা বা দিল্লি
সে হয়তো বারাসত বা রানাঘাট
সে ছড়িয়ে রাজপথ থেকে অলিগলি।
সে রয়েছে নতুন সূর্যোদয়ে
সে রয়েছে পাখির কাকলিতে
কিন্তু পিষে সমাজ নাগপাশে
সে বন্দি তার লোহায় গড়া দেশে।
সে চলতো সাহস বুকে নিয়ে
চোখে রঙিন স্বপ্ন ছিল আঁকা
শয়তানগুলো গ্রাস করল তাকে
সে আজ সাদা কাপড়ে ঢাকা।
একদিন সে পাশে চেয়েছিল পৃথিবী
কিন্তু সেদিন শূন্য ছিল নীড়
আজ যখন সে মিলিয়ে গেল ধোঁয়ায়
ঢল নেমেছে, মেলার মতো ভিড়।
কি ছিল দোষ তার কি ছিল গুণ
তাতে কার কিই-বা এল গেল
আমরা ভাবলেশহীন, নীরব দর্শক
মেয়েটি শুধু নিজের মতো বাঁচতে চেয়েছিল।
Khub sundo o bastobik lekha, pora vhalo laglo…