কিশোর ঘোষ
চলুন বেড়িয়ে আসি
ছুটি কি শালুকফুলের মূল? পিংলার পলিউশনহীন তারা?
রাতের মতোন দিন পার হয়ে
যে রাতে পৌঁছলাম আমরা!
এখানে চাঁদই ছাঁদ, জ্যোৎস্নার ডানায় পাখি
উড়ে বসে গতজন্মে…
আর মাটির আজানের মতো সহজ মসজিদ
সকাল ওড়ায় হাওয়ায় দুই শিশু-ঘুড়ি
এবং হাঁস ডুব দিল জলে, জল ডুব দিল হাঁসে
দৃশ্যের ধর্ম—দর্শনের স্নান
ফেরার পথে দেড়দিনের স্লোগান পেলাম—
বেঁচে থাকতে হলে
রুটিকে মাঝে মাঝে
ছুটিতে ভিজিয়ে খান
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news