কমলেশ পাল
করবীকে দেখো
করবী সকল পাতা হলুদ বানিয়ে বসে আছে।
আমি যে কালকে ওকে সবুজ রঙের
সতেরোটা অ্যাক্রেলিক টিউব দিলাম…
সেগুলো কি হতচ্ছারি হারিয়ে ফেলেছে?
নাকি ওকে বদরাগি চাঁড়াল সূর্যটা
ঠাসঠাস করে কটা থাপ্পড় মেরেছে অকারণ…
নাকি ঘূর্ণি খামচে ছিঁড়েছে ওর চুল?
করবীর অভিমান বিমর্ষ-হলুদ চিরদিন।
কন্যার বিমর্ষ ধুতে ধুতি-কষে চলিলাম বঙ্গোপসাগরে।
দেখি, যদি নিন্মচাপ পাই, দেখি, যদি
মেঘে পাই বিদ্যুৎ-হাসিকে
কাঁখের কলশে তার ছলাত-ছলাত বৃষ্টিপাত।
কন্যা যেন আত্মহত্যা না-করে খরায়।
পেটে ওর স্বর্নবর্ণ কুসুম-কোরক আগামনি…
যতক্ষণে বৃষ্টি নিয়ে না-ফিরি বাগানে
ঘর, তুমি করবীকে দেখো।