সব্যসাচী হাজরা
লোকটা-১
দঙ্গলভাইরা কোথাও জেগে থাকে শ্মশানের ম্যাপে
আগুনের ভাইহো চলার হুবহু বলো
থাকেনা থাকেনির বিয়েতে আমাদের পোড়ানো হ’লে
লিঙ্গছাই লাগানোভস্ম উপহারে পাবে
দাঁত পর্যন্ত কাটা পড়লো লোকটার হাসি-
লোকটার হারানো মহারাজ
রোজকার ঘন মানুষে আলো ফোটানোর কারসাজি
আমরা মানুষটানা প্রকৃতি দেখে
গাছ লাগাতে পারি
এক শ্রাবণ বাজানো বাজ লোকটার মাথা
জনতার মাথা ওই দিকে গ্যালো
আজ লোকটার ভেতরে শীত
যদিও তার বাইরে পৌষ
যদিও তার বাইরে মাঘ…
……………………………..
সব্যসাচী হাজরা শূন্যদশকের অন্যতম কবি। প্রকাশিত কাব্যগ্রন্থ: তৃতীয় ফ্লাওয়ার শো (২০১০), ওভ্যানোর ওভেনে (২০১১), পসিবিলিটি ও টিলিবিসিপ (২০১৩), উটবিকার (প্রথম প্রকাশ ২০১৫), ৯ আঁকা ০ (২০১৬), আনুপাহাড়ের জলছবি ও উটবিকার দ্বিতীয় প্রকাশ (২০১৭), ঝরা পাখিদের চেকমেট (২০১৮), নির্বাচিত শূন্য (২০১৯)।