শুভম মাজি ,আসানসোল :-
প্রতিটি ক্ষণে ধর্ষিত হচ্ছে প্রকৃতি,
বন্যলোভীরা চুষছে জীবন্ত গাছটির হাড়-পাজরা।
কবিরাও আজ শ্বাসরুদ্ধ
সবুজ জ্বরে রোগী।
বিষ পড়েছে সবুজে,
শিকারি পেয়েছে ছোবল।
ছোট্ট শিশুটি আজ মাকে
কয় পৃথিবী কী কালো!!
মা ঈশ্বরকে কয় ,
ফিরায়ে দাও মোরে সবুজ ,
ঘুচায়ে দাও বিষের জ্বালা ।
ঈশ্বর কয় ,
মেতেছো তুমি ধ্বংসলীলায়।
সবুজে নাহি বিষ ,
মৃত বৃক্ষটি জড়ায়ে ধরো প্রকৃতি হবে নির্ভিক।