ওয়েব ডেস্ক
রাজীব গান্ধী হত্যা মামলায় অপরাধী এজি প্যারারিভালানের প্যারোল মঞ্জুর করল আদালত বৃহস্পতিবার।
প্যারারিভালানের মা আরপুথাম আম্মাল, প্যারারিভালানের বাবা গনসেকরণের চিকিৎসার কারণে ৩০ দিনের ছুটির আবেদন করেন ভেলোরের কেন্দ্রীয় কারাগারে আবেদন জানান।
এর আগেও প্যারারিভালানের প্যারোলের আবেদন জানান হয়েছিল তবে সেবার সেই আবেদন খারিজ করে দেন ভেলোর রেঞ্জের জেলের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল। ২২ রুলের নিয়ম অনুযায়ী প্যারারিভেলনের অর্ডিনারি লিভ মঞ্জুর করা সম্ভব নয়। যদিও পুলিশের এডিজি পড়ে জানিয়েছিলেন, প্যারারিভেলান যদি কড়া নিরাপত্তায় থাকতে রাজি থাকেন তবেই অর্ডিনারি লিভ দেওয়া সম্ভব।
শয্যাগত বাবার সঙ্গে দেখা করাতে ছেলের প্যারোলের জন্য এদিন প্যারারিভেলনের মা প্রধানমন্ত্রীর বিশেষ কক্ষে একাধিক আবেদন পত্র দাখিল করেছিলেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan