সুচরিতা সেন, বিনোদন ডেস্ক
২০২৩ সালে ’12 ফেল’ সিনেমার মাধ্যমে সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছিলেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এই ছবির জন্য অভিনেতার হাতে উঠেছে একাধিক সন্মান, আরো একবার তিনি তার নতুন ছবি নিয়ে প্রস্তুত। সেই ছবিরই কিছুটা ঝলক নিজের সমাজ মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। তার আসন্ন ছবির নাম “দ্য সবরমতি রিপোর্ট”। যেখানে তাকে একজন হিন্দি সাংবাদিক, সমর কুমারের ভূমিকায় দেখা যাবে।
২৭ শে ফেব্রুয়ারি, তিনি এই ছবিটি একটি ঝলক সকলের সাথে ভাগ করে নিয়েছেন। কারণ, ২০০২ সালে ২৭ সে ফেব্রুয়ারি গুজরাটে গোধরা ঘটনাটি ঘটে। দ্য সবরমতি রিপোর্ট’ ছবির ভিডিও শেয়ার করে বিক্রান্ত ম্যাসি লিখেন, ‘২২ বছর আগে গোধরায় জ্বলন্ত ট্রেনে ৫৯ জন প্রাণ হারিয়েছিল, আজ আমরা তাঁর শ্রদ্ধা জানাই।’
এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রান্ত ম্যাসিকে, অন্যদিকে রাশি খান্না এবং ঋদ্ধি ডোগরাকে ও দেখা যাবে গুরুত্বপূর্ণ ভূমিকায়। আগামী ৩ মে ২০২৪-এ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।