টুকেরো খবর
গাঁজা উদ্ধার
ওয়েব ডেস্ক :
মঙ্গলবার শিয়ালদায় থেকে ১৩ কেজি গাঁজার ফুল উদ্ধার করল আরপিএফ। গোপন সুত্রে খবর পেয়ে এদিন শিয়ালদায় তল্লাসি চালায় রেল পুলিশ। তারপরই উদ্ধার করে দু’টি ব্যাগ। যদিও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ব্যাগ দু’টি পরীক্ষা করার পর গাঁজা রয়েছে বলে নিশ্চিত করে। মঙ্গলবারই গ্রেফতার করা হয় অভিযুক্ত মহন দাস নামের এক ব্যক্তিকে। সেইসঙ্গে বাজেয়াপ্ত করা হয় উদ্ধার করা গাঁজাও। জেরায় অভিযুক্ত জানায়, জলপাইগুড়ি থেকে পাচার করা হয় এই গাঁজা যদিও পুলিশের দাবি নতুন দিল্লি থেকে পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছে গাঁজা। বৃহস্পতিবার অভিযুক্তকে আলিপুর আদালতে তোলা হবে।