ওয়েব ডেস্ক :
বুধবার ফের সিবিআইএর তলবে নিজাম প্যালেস গেলেন নারদার কর্ণধার ম্যাথু স্যামুয়েল। নিজাম প্যালেসে ঢোকার আগে ম্যাথু জানান, নারদাকান্ড নিয়ে তাঁকে ফের জেরা করতে চাইছে সিবিআই। সেই কারণে সিবিআই থেকে তাঁকে শমন পাঠানো হয়।
অন্যদিকে আজ মুচিপাড়া থানাতেও হাজীরা দিতে হবে বলে সিবিআইকে জানান ম্যাথু। সেখান থেকে যাবেন হাই কোর্ট। সেইসঙ্গে সিবিআইএর দেওয়া বাজেয়াপ্ত তালিকাও কলকাতা পুলিশের কাছে জমা করবেন বলে জানান ম্যাথু।
কী বললেন ম্যাথু, শুনুন সঙ্গের ভিডিয়োতে
লাইক, শেয়ার ও মন্তব্য করুন
ভিডিয়ো দখতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন