শিবশঙ্কর গুপ্ত :
এতক্ষণে প্রহরীরা ক্লান্ত হয়ে
ফিরে গেছে ঘরে,
প্রহরার বাঁশিতে ঘুম পাড়িয়ে পাড়া,
দিনের খেলাশেষের হুইসল্ বাজিয়ে
চলে গেছে মনে হয়।
এইবার তুমি আমি
একান্তে বসি চল নির্জন গৃহকোণে।
অবশিষ্ট নক্ষত্রদের আলোয়
যথেষ্ট উজ্জ্বল হবে তোমার আমার মুখ
হে একান্ত রাত্রি আমার ,
তোমার অপেক্ষায়
কাটিয়ে দিই সারাটা দিন কোনোমতে;।
নীরবে নিভৃতে বসে
কাটাই কিছুকাল
প্রথম পাখির ডাকে
ভোরের আলো ফুটে ওঠার আগে
লিখে রাখি
আগামীর পান্ডুলিপি ।
পৃথিবী কান পেতে বসে আছে
নতুন গানের অপেক্ষায়
আমাদের বিনিদ্র রাতের গানে
নেমে আসুক নতুন একতান।।