ওয়েব ডেস্ক:
মনোরঞ্জন ভট্টাচার্য আর কোচ খালিদ জামিল চায়ছিলেন গতবার খেলে যাওয়া প্লাজাকে। কিন্তু খারাপ পার্ফমেন্সের জন্য প্লাজাকে পছন্দ নয় ইস্টবেঙ্গল কর্তাদের একাংশের। বরং গতবার চেন্নাই সিটি এফসি-র চার্লসকে নিতে বলেছেন। বছর ২৪-এর এই ব্রাজিলীয় স্ট্রাইকারটি দুর্দান্ত খেলেছিলেন। ইস্টবেঙ্গল চার্লসের সঙ্গে কথাও বলেছে। তিনি রাজিও হয়েছেন বলে জানা গেছে। চার্লস পা বাড়িয়েই রয়েছেন কলকাতার এই ক্লাবে খেলবেন বলে। চার্লস এলে দল যে বেশ জোরদার হবে, এ কথা অনেকেই বলছেন।