ওয়েব ডেস্ক:
এবার থেকে আই লিগ দলগুলি আট বিদেশি খেলাতে পারবে। তার মধ্যে প্রথম একাদশে পাঁচ বিদেশি খেলতে পারবে। আট বিদেশির মধ্যে দু’জন হবে এশিয়ান কোটার ফুটবলার। এদিকে বেঙ্গালুরুর রিনো আন্টোকে নিচ্ছে ইস্টবেঙ্গল। আর মোহনবাগান প্রীতম কোটালকে ধরে রাখার জন্য প্রচুর টাকার অফার দিয়েছে। সেই টাকা নাকি এটিকে-র থেকে অনেকটাই বেশি। এখন প্রীতমকে নিতে হলে এটিকে-কে আরও বেশি টাকা দিতে হবে। আর দেবজিৎকে ধরে রাখার জন্য তাঁর সঙ্গে কথা চালাচ্ছেন বাগান কর্তারা।
লাইক, শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন