বলিউড ডিভা বিপাশা বাসুর বিউটি সিক্রেট জানা আছে কি? কিভাবে থাকবেন সবসময় সুন্দর ও প্রাণবন্ত? বিপাশা বলেন সবসময় হাসিখুসি থাকাটা নাকি মন ও ব্রেন দুইকেই সুস্থ রাখে। তাই সবসময় হাসিখুসি থাকতে পছন্দ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বিপাসাকে কিন্তু ফিটনেস গুরু হিসেবেও সামনে আসতেও দেখা গেছে। তবে ফিটনেসের সাথে সাথে জীবনে সততাকেও বজায় রাখার পরামর্শ দিলেন তিনি। খাবারের ব্যাপারেও যথেষ্ট সচেতন বিপাশা। সঠিক ডায়েট এবং সঠিক সময়ে ডায়েটে থাকেন তিনি। তাই হয়তো প্রায় এক যুগ ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে সমান যৌলুস বাজায় রাখতে পেরেছেন তিনি। মেকআপ করতে আমরা কে না পচ্ছন্দ করি। তবে বিপাশা বলেন, যেকোনো মেকআপ নয়। সঠিক ব্রান্ডের ভালো প্রসাধনী ব্যাবহার করলে ভালো থাকবে আপনার স্কিন এবং আপনিও।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan