আন্তর্জাতিক শর্ট ফিল্ম ক্লাবের পক্ষ থেকে সংবর্ধিত হল কলকাতা- এ ট্রিবিউট। এর আগে বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে দ্য বং রিলিস- এর প্রথম শর্ট ফিল্মটি। তবে দ্য আই উইদিন ক্লাবের এই সম্মানে তিনি আপ্লুত বলে জানান কলকাতা- এ ট্রিবিউটের পরিচালক তথা অভিনেতা সৌম্য চট্টোপাধ্যায়। 15 জানুয়ারি সোমবার, অল্পয় গল্প শীর্ষক শর্ট ফিল্ম ফেস্টিভালে ছবিটি দর্শকদের ভালো লাগায় খুশি ছবির সাথে যুক্ত সবাই।
