ওয়েব ডেস্ক :
রূপা গঙ্গোপাধ্যায় রাজ্যসভায় চলে গেলেও রাজ্য বিজেপির মহিলা মোর্চার দায়িত্ব এখনও তাঁরই হাতে। দিল্লির বিজেপি চাইছে তাঁকে সর্ব ভারতীয় রাজনীতিতে সক্রিয় করে রাজ্যের মহিলা মোর্চার দায়িত্বে অন্য কাউকে নিয়ে আসতে। কিছুদিন আগে রাজ্য বিজেপির অফিসে একটি খবর রটেছিল যে রূপা মহিলা মোর্চার সভানেত্রীর পদ ছেড়ে দিয়েছেন দলকে পদত্যাগ পত্রও নাকি পাঠিয়েছেন। তবে রূপা একথা শিকার করেননি। তাঁর বক্তব্য দলের নির্দেশ পেলে তিনি পদত্যাগ করবেন। নতুন যে দায়িত্বে আসবেন তাঁকে সহযোগিতাও করবেন। জুন মাসের শেষে অমিত শাহ কলকাতায় আসছেন। সংগঠন নিয়ে রাজ্য নেতাদের সঙ্গে তিনি বৈঠকে বসবেন বলে খবর। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ইতিমধ্যেই লকেটকে জানিয়ে দিয়েছন যে মহিলা মোর্চার সভানেত্রীর দায়িত্ব তাঁকেই দেওয়া হবে। অন্তত দিলীপের ঘনিষ্ঠ মহলে এমনটাই খবর। লকেটও জেলায় জেলায় সময় দিতে শুরু করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে জুনের শেষে রূপার পরে আরেকজন অভিনেত্রীকে বিজেপির মহিলা মোর্চা নেত্রী হিসেবে পাবে।