দেবক বন্দ্যোপাধ্যায় :
তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ এখন একটি কাঁটার নাম। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যাঁকে যে কোনও গুরুত্বপূর্ণ ইভন্টে একসঙ্গে দেখা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিল তৃণমূলের নেতাকর্মী থেকে শুরু করে নিউজ চ্যানেলের দর্শকদের। সেই কুণাল এখন তাঁর দলের ক্রনিক মাথা ব্যথার কারণ। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের চেয়ার থেকে তিনশো পঁয়ষট্টি ডিগ্রি ঘুরে কী করে একেবারে বিরোধী অবস্থানে এলেন? এ প্রশ্নের উত্তরে কুণাল জানাতে দ্বিধা করছেন না যে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি পালটে যান তাহলে তাঁর নিজের অবস্থান বদলানোয় সমস্যা নেই। তবে এই প্রকার টানাপড়েন চলছিলই, এবার চ্যানেল হিন্দুস্তানকে কুণাল যে-কথা বললেন এবং যেভাবে বললেন তা সম্ভবত ছাড়িয়ে গেল তাঁর পুরনো সব বিস্ফোরক বিবৃতি-রেকর্ড। মমতা সম্পর্কে ইদানীং একটু বেশিই সরব হয়েছেন কুণাল। সম্প্রতি তাঁর গ্রেফতারের দাবিও করেছেন। রাজনৈতিক মহলে সংশয় জেগেছে কিসের জোরে কুণালের এত গলার জোর। তাহলে কী মুখ্যমন্ত্রী বা তৃণমূলের বিরুদ্ধে কুণালের কাছে এমন কোনও প্রমাণ আছে যার বলে বলিয়ান হয়ে মমতাকে গ্রেফতারের দাবি জানাবার ‘হিম্মত’ দেখাচ্ছেন কুণাল? এই প্রশ্নের উত্তরে কুণাল বুঝিয়ে দিলেন, তিনিই সেই বালক যিনি গোকুলে বেড়ে উঠছেন। ঠিক কি বললেন কুণাল জানতে দেখে নিন সঙ্গের ভিডিয়ো।