Breaking News
Home / অথ রাজনীতি কথা / প্রণবদা ও আমি

প্রণবদা ও আমি

প্রদ্যুৎ গুহ :

  আশি সাল, যখন পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলন গতিহীন হয়ে পড়ল, সেই সময় আমরা দিল্লিতে আসি এ ব্যাপারে কথা বলতে, দ্বিতীয় বার প্রণব মুখোপাধ্যায়ের মুখোমুখি হই। দেখা করতে গিয়ে বসেছিলাম বাইরের ড্রইং রুমে। দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়।তার পরে যখন ওঁর কাছে যাই তখন উনি খবরের কাগজ পড়ছিলেন।আমি যখন বললাম কিছু বলতে চাই। তখন উনি খবরের কাগজটি নামিয়ে বললেন, “বলো।” আর খবরের কাগজটা পড়তে লাগলেন। আমি আমাদের যন্ত্রণার কথা জানাতে লাগলাম। বললাম, ছাত্র আন্দোলন তার গতি হারিয়েছে। এর গতি দেওয়া দরকার। কিন্তু আমার কথার কোনও গুরুত্ব দিলেন না। উনি কাগজটা নামিয়ে বললেন,”আমি বাপু এ ব্যাপারে কিছু করতে পারব না।” যে-আশা নিয়ে ওঁর কাছে গিয়েছিলাম সেই আশা, হতাশায় পরিণত হল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পরে উঠে বেরিয়ে চলে এলাম, ওঁর কোনও প্রতিক্রিয়া পেলাম না। খুব রাগ হল তাঁর ওপরে। এ কী রকম আমাদের নেতা! আমরা যারা ছাত্র আন্দোলনের ছোট ছোট নেতা, যারা তাঁর কথায় কংগ্রেস করি, যাঁর বক্তব্যে উৎসাহী হই, তিনি আমাদের কোনও কথার গুরুত্বই দিলেন না, আমাদের কষ্ট বুঝতেও চাইলেন না, বিচার দিলেন না। হতাশ হয়ে ফিরে এলাম ওঁর দুই নং যন্তরমন্তর রোডের বাড়ি থেকে। সেই ছিল আমার ওঁর সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ।

রাষ্ট্রপতি সম্পর্কে কলম ধরছেন প্রদ্যুৎ গুহ। জানতে অবশ্যই চোখ রাখুন এই ধারাবাহিকে শুধুমাত্র আপনাদের চ্যানেল হিন্দুস্তানে।

 

Spread the love

Check Also

নির্বাচন কমিশনার যোগদানপত্র সই না করেই ফেরত পাঠালেন রাজ্যপাল, আদৌ আর থাকতে পারবেন রাজীব সিনহা ?

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: রাজ্যের নির্বাচন কমিশনার রাজীব সিনহার যোগদানপত্র ফেরত পাঠানো নিয়ে এবার রাজ্যপাল সিভি …

ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কমিশন ?

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী সংক্রান্ত হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে …

আগের পঞ্চায়েতের তুলনায় অনেকটা কমল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: এবার পঞ্চায়েত ভোটে ১০ শতাংশেরও কম আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফয়সালা হয়েছে। জেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *