ওয়েব ডেস্কঃ
প্রীতি কে মনে পড়ে ? ভারতীয় মহিলা হকি টিমের ফরোয়ার্ড ,চণ্ডীগড়ের প্রীতি সবরওয়াল। ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়কের সঙ্গে সম্পর্ক তার টেকেনি। ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে ফেরার পথেই বিয়ের প্রস্তাবটি খারিজ করে দেন। হ্যাঁ, ‘চক দে ইন্ডিয়া’র প্রীতি সবরওয়াল অর্থাৎ অভিনেত্রী সাগরিকা ঘাটগের কথাই বলা হচ্ছে। মহারাষ্ট্রের মেয়ে সাগরিকা এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। অনস্ক্রিনে ইন্ডিয়ান ক্রিকেটারের সঙ্গে রোম্যান্সটা ঠিক না জমলেও অফস্ক্রিনে ক্রিকেটারকেই জীবনসঙ্গী হিসেবে বাছলেন তিনি। পাত্রটি কে! না সে আর কেউ নন, ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রাক্তন ফাস্ট বোলার ,বর্তমান দিল্লি ডেয়ারডেভিলস-এর অধিনায়ক জাহির খান।
ইতিমধ্যেই জাহির ও সাগরিকা চুপিসারে এনগেজমেন্টটাও সেরে ফেলেছেন। বি টাউন-সহ ক্রিকেট দুনিয়াতে হইচই ফেলে দিয়েছেন ওঁরা।পরে অবশ্য দুজনেই টুইট করে একসঙ্গে ছবিও পোস্ট করেন। আইপিএল শেষ হলেই তারা সাতপাকে বাঁধা পড়ছেন।