চ্যানেল হিন্দুস্তান ডেস্ক,
পডকাস্ট মানে আমরা মনে করি রেডিওর মাধ্যমে দুজন বা তার থেকে বেশি লোকের ব্যক্তিগত জীবন কর্মজীবন ইত্যাদি নিয়ে একটি নিখুঁত আলোচনা। কিন্তু বর্তমান সময়ে সকলের হাতের মুঠোয় চলে এসেছে মোবাইল ফোন। ব্রডকাস্টের সাথে সাথেই পডকাস্ট এখন তাল মিলিয়ে চলছে। অনেক নামি দামি চ্যানেল থেকে এই এখন মোবাইলের মাধ্যমে লোকের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে পডকাস্ট। পডকাস্ট অর্থাৎ কোন এক ব্যক্তির জীবনের সংগ্রাম বা তার জীবনের কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে এক নিখুঁত আলোচনা যা জানতে আমরা সকলেই একটু উৎসুক হয়ে পড়ি।
সেই রকমেরই কিছু মানুষের জীবনের চরাই উতরাই থেকে শুরু করে তার জীবনের সাফল্যের চাবিকাঠি ঠিক কি সেই নিয়েই আলোচনা করতে চলেছেন ঈশা প্রসাদ। ৫০ জন সাবস্ক্রাইবার নিয়ে শুরু হয়েছিল পথ চলা। ফ্যাশন ভিডিও, ফুড ব্লগিং এছাড়া ভ্লগ এইসব নিয়েই শুরু হয়েছিল নতুন শুভারমের, খুব অল্প সময়েই বিপুল জনপ্রিয়তা লাভ করেছে তিনি। দর্শকদের অনুরোধে মানুষের উদ্দেশ্যে শুরু করা হলো এক নতুন অধ্যায়।
একাধারে তিনিই প্রতিষ্ঠিত দুই সংবাদ মাধ্যমের CEO, যার দর্শক সংখ্যা লক্ষাধিক। তবুও নিজের পরিচয় তৈরিতে কোনো ত্রুটি রাখতে চান নি তিনি। দুই সংবাদ মাধ্যমের এই বিপুল জনপ্রিয়তা তাঁকে আরও উৎসাহ প্রদান করে চলেছে। সমাজের সাধারণ অবস্থা থেকে গ্ল্যামার ওয়ার্ল্ড বেশ অনেকটাই আলাদা, সেখানে টিকে থাকাও বেশ কঠিন।
এই সফলতার পর এবং দর্শকদের অনুরোধে পডকাস্টের রূপে এখন এক নতুন অধ্যায়ের সূচনা করতে আগ্রহী তিনি। মানুষের জীবনের সাফল্যের গল্পও, দুঃখ দুর্দশার গল্পও ভাগ করে নেওয়ার উদ্দেশ্যে এক নতুন চিন্তাধারা।