চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক
প্রতিভাবান ইমন চক্রবর্তীর একটি ভক্তিমূলক গানের মাধ্যমে এই বছর রথযাত্রা শুরু করছে আশা অডিও। এই গানটির মাধ্যমে, তিনি তার মনের ভক্তি, আবেগ, আকাঙ্ক্ষা এবং জগনাথ দেবের প্রতি তার অকথ্য স্নেহ জীবন্ত করে তুলেছেন।
এক সাক্ষাৎকারে গায়িকা ইমন চক্রবর্তী জানিয়ে ছিলেন, ‘আমি বিশ্বাস করি সঙ্গীতই একমাত্র মাধ্যম যার কোনো ভাষা নেই এবং এটি সব ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষকে একত্রিত করতে পারে।’ সেই ভাবনা থেকেই জগনাথ দেবের এই শ্লোক পাঠ।
পরিচালক নীলাঞ্জন ঘোষ জানান, এর আগেও আশা অডিওর সাথে তার কাজের অভিজ্ঞতা রয়েছে যা ভীষণ ভালো। এইবারও তার ব্যতিক্রম হয়নি, ইমনের সাথে কাজ করতে পারায় বেজায় খুশি পরিচালক।

উল্লেখ্য, এর আগে আশা অডিওর সাথে শিব শ্লোক নিয়ে কাজ করেছেন নীলাঞ্জন ঘোষ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news