Breaking News
Home / TRENDING / মুক্তি পেল ‘অথৈ’ এর ট্রেলার

মুক্তি পেল ‘অথৈ’ এর ট্রেলার

সুচরিতা সেন, বিনোদন ডেস্ক

অথৈ দিয়েই পরিচালনায় হাতে খড়ি, সাত বছর মঞ্চে উপস্থাপনার পর অথৈ নিয়ে এবার বড় পর্দায় আসছে অর্ণ মুখোপাধ্যায়। উইলিয়াম শেক্সপিয়রের নাটক ‘ওথেলো’ অবলম্বনে তৈরি এই ‘অথৈ’। বহু বছর ধরে মঞ্চে দারুণ সাফ্যলের পর এবার বড়ো পর্দায় জীবন্ত হয়ে উঠবে ‘অথৈ’।

বৃহস্পতিবার প্রকাশ্যে এল ছবির ট্রেলার। পরিচালক হিসাবে এই ছবির সঙ্গেই আত্মপ্রকাশ করছেন অর্ণ মুখোপাধ্যায়। ছবিতে মুখ্য ভূমিকাতেও তিনি। তিনি জানান, “আমি সিনেমার জন্য চিত্রনাট্য লেখাটা একটু প্র্যাকটিস করছিলাম। তখন প্রথমেই এই নাটকটা নিয়ে চিত্রনাট্য লিখতে শুরু করি। তার পর অনির্বাণের সঙ্গে একেবারেই আড্ডার ছলে এটা নিয়ে কথা বলি। আমি গোটাটাই হালকা ভাবে বললেও অনির্বাণ ভীষণ গুরুত্ব দেয় বিষয়টিতে। তখন ওই-ই আমাকে এসভিএফ-এ নিয়ে যায়। তার পর ধীরে ধীরে কাজ শুরু হয়।” শেক্সপিয়ারের কালজয়ী নাটক ‘ওথেলো’কে অর্ণ একাধিকবার মঞ্চস্থ করেছেন ‘অথৈ’ নামে। এবার মঞ্চ পেরিয়ে রুপোলি পর্দায় এই ছবি, যার সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য।

নাটকে মুখ্য তিন চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার ও অর্ণ মুখোপাধ্যায় । আর ছবিতে ড. অথৈ লোধ অর্থাৎ ওথেলো রূপে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়কে। তিনি দলিত সম্প্রদায়ের মানুষ। এখানে সোহিনীর চরিত্রের নাম দিয়া (ডেসডেমোনা)। যে ভালোবাসার প্রতীক । দিয়া বুদ্ধিমতী, স্পষ্টবাদী এবং আন্তরিক।

অনির্বাণের চরিত্রের নাম গোগো। এটি একটি রহস্যময় চরিত্র, একটি ধাঁধার মতো। গোগোর মন কখনোই সহজ সরল পথে হাঁটে না । অথৈয়ের বন্ধু সে। সেই বন্ধুত্বের মধ্যেও রয়েছে জটিলতা । সহজ ভাষায়, গোগো এই নাটকে নৃশংসতার প্রতীক।সুতরাং এখানে অনির্বাণকে দেখা যাচ্ছে নেতিবাচক চরিত্রে। আর তা নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেতা ।

উল্লেখ্য, সম্প্রতি নিজের লুক পাল্টে ফেলেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। আগামী ১৪ ই জুন বড় পর্দায় আসছে এই ছবি।

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *