ওয়েব ডেস্ক- কোলকাতায় ২১ টাকায় মিলেছে মাছ-ভাত। আর গুরগাঁও-এ ওই একই দামে আপনার মনপসন্দ মদ। তাও আবার সুসজ্জিত শীতাতপ বারে। স্বপ্ন বা কোনও গাঁজাখুইর নয় এ একেবারে বাস্তব । ৬মে থেকে গুরগাঁওয়ের বিভিন্ন পানশালায় শুরু হয়ে গিয়েছে এই বিশেষ ছাড়। অবশ্য এই সুযোগ পাওয়া যাবে শুধুমাত্র বিকেল তিনটে থেকে সন্ধে ছটা পর্যন্ত। এর আগে এইসব বারে মদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছিল । সম্প্রিত তা উঠে গিয়েছে। আর তাতেই গ্রাহক টানতে এই অফার দিয়েছে সেখানকার বার মালিকরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news