ওয়েব ডেস্ক :
সাম্প্রতিক অতীতে মুম্বইয়ের দুই কোম্পানি পিরিয়ডের ছুটি ঘোষণা করায় তোলপাড় সারা দেশ। কেউ সমর্থন করলেও অনেকেই বিরোধিতার নজরে দেখছেন বিষয়টা। সম্প্রতি সেই বিষয় নিয়ে কলম ধরলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি জানান, ছুটিকে সমর্থন করলেও কোথাও গিয়ে এই ছুটি মেয়েদের আরও একধাপ পিছিয়ে দেবে সর্বস্তরে। বেশির ভাগ কোম্পানি মেয়েদের কাজে নিতে আস্বীকার করে। কারণ, একেই প্রসবের ছুটি আবার সেইসঙ্গে পিরিয়ডের ছুটি। সব মেয়েদের তলপেটে যন্ত্রণা হয় না। যাদের হয় তাঁরা বেদনা নিরাময় ঔষধ খেতে পারেন। সেইসঙ্গে নাকি ছোটখাটো ছুটির ঘোষণা ‘উইমেন ফ্রেন্ডলি’ হতে পারে না, সমাজকে ‘উইমেন ফ্রেন্ডলি’ করতে হবে।
তবে কী পিরিয়ডের সময় মেয়েদের যন্ত্রণায় কুঁকড়ে যাওয়াটা সত্যই এত নগণ্য! অফিসে কাজ করতে করতে নিজের অজান্তেই যখন হাত তলপেট কাঁমড়ে ধরে, কিন্তু চোখ রাখতে হয় কম্পিটার স্ক্রিনে, যন্ত্রণা কমানোর ঔষধ খেয়েও যখন কমে না পেটে যন্ত্রণা, তখন কী সত্যিই পিরিয়ডের ছুটি অপ্রয়োজনীয়! উঠছে প্রশ্ন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
আরও পড়ুন
পিরিয়ড-এর ছুটি চালু করল মুম্বইয়ের এক মিডিয়া কোম্পানি (দেখুন ভিডিয়ো)