কমলেন্দু সরকার :
পহেলাজ নিহালনিকে আড়ালে অনেকেই বিপবাবু বলে ডাকছেন! কথায় কথায় বিপ বিপ। যৌনতা বললে বিপ, গরু বললে বিপ। শুধুই বিপ বিপ! সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারম্যান পহেলাজ নিহালনি পদ খোয়াতে চলেছেন। পহেলাজ-কাণ্ডে অতিষ্ঠ এবং তিতিবিরক্ত সিনেমা জগৎ। পেন থেকে কালি ঝরলেই পহেলাজের সংস্কারি রূপ বেরিয়ে পড়ে। সে ‘উড়তা পাঞ্জাব’হোক কিংবা ‘লিপস্টিক আন্ডার মাই বোরখা’ মাঝে ঢুকে থাকে অমর্ত্য সেনের ওপর তোলা তথ্যচিত্র।
২৮ জুলাই তিরুবনন্তপুরমে মিটিং বসছে সেন্সর বোর্ডের সদস্যরা। ওই মিটিংয়েই সম্ভবত সরিয়ে দেওয়া হবে পহেলাজকে। নতুন চেয়ারম্যান হওয়ার কথা সরকার-ঘনিষ্ঠ অভিনেতা-প্রযোজক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক প্রকাশ ঝা এবং সম্প্রতি বিতর্কিত ছবি ‘ইন্দু সরকার’-এর পরিচালক মধুর ভান্ডরকর। মধুর এর আগে ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। শোনা যাচ্ছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদীর দিকে পাল্লা ভারী।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন