ওয়েব ডেস্ক:
ইস্টবেঙ্গল এখন পুরোদমে অনুশীলন চালাচ্ছে। জুনিয়ার টিমের জন্য ইয়ামিকে পাহাড় থেকে তুলে এনেছিলেন রঞ্জন চৌধুরী। ইস্টবেঙ্গল সিনিয়ার টিমের সঙ্গে এখন রোজ প্র্যাকটিস চালাচ্ছে। ইয়ামি দারুণভাবে খেলছেন। কোচ খালিদ জামিলের নজর কেড়েছেন ইয়ামি। কোচ তো ভেবেই ফেলেছেন আল আমনার সঙ্গী করবেন। তাই মাঝমাঠে ইয়ামিকে পাকাপাকিভাবে লালহলুদ জার্সি পরে কলকাতা ময়দানে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন :-