ওয়েব ডেস্ক :
গ্যাসের ওপর থেকে ভর্তুকি তুলে দেওয়া হচ্ছে বলে খবর আজ আসমুদ্রহিমাচল প্রচারিত। ঘটনাটা তা কিন্তু নয়। এনডিএ সরকার বলেছে যাঁদের ১০ লক্ষ টাকার বেশি আয় তাঁরা ভর্তুকি গ্যাস পাবেন না। তাঁদের পুরো দাম দিয়েই গ্যাস কিনতে হবে। বর্তমানে পরিবার পিছু বছরে ১২টি গ্যাস ভর্তুকি দামে কিনতে পারে। ১৪.২ কেজি সিলিন্ডারের ভর্তুকি গ্যাসের দাম ৪১৯.২৬ টাকা। যার বাজারদর ৬০৮ টাকা। যাঁরা বছরে ১০ লক্ষ টাকার বেশি রোজগার করেন তাঁদের বাজারদরেই গ্যাস কিনতে হবে সামনের বছর থেকে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :-