ওয়েব ডেস্ক :
লালহলুদের নয়া কোচ খালিদ জামিলের ইচ্ছেতেই এবার নেওয়া হয়েছে উইলিস প্লাজাকে। প্লাজাও তাঁর পুরনো ক্লাবে নিয়ে এসেছেন তাঁর দেশের জাতীয় দলের ডিফেন্ডার ডিওন মিচেলকে। মিচেলও লালহলুদে এসে খুশি। তাঁকে ঘিরেই ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের উন্মাদনা আর সেলফি তোলার হুড়োহুড়ি। লালহলুদ সম্পর্কে সবই শুনেছেন সতীর্থ প্লাজার কাছ থেকে। কলকাতায় পা দেওয়ার কিছুদিন আগেই তাঁর নিজের দেশের হয়ে গোল করেছেন মিচেল। লালহলুদ মাঠে এসেও বললেন মিচেল, সুযোগ পেলেই ইস্টবেঙ্গলের হয়েও গোল করব। প্লাজাও গতবছরের স্মৃতি ভুলে নতুন করে শুরু করতে চাইছেন লালহলুদে। মিচেলকে দেখে লালহলুদ কোচ খালিদ জামিল খুব খুশি। তিনি বলেছেন, মিচেলের চলাফেরার মধ্যেই যথেষ্ট ফিটনেস দেখছেন। বিন্দুমাত্র ফিটনেসের অভাব নেই। প্লাজার চলাফেরাতেও কিছু করে দেখানোর প্রকাশভঙ্গি লক্ষ করা গেছে। ওদিকে গুরবিন্দার সিংয়ের মতো সিনিয়রও আই লিগ পেতে জান লড়িয়ে দেওয়ার কথা বলছেন।