ভারত বনাম ভারতের লড়াই, জিতবে কে!

অর্কপ্রভ সরকার  অদৃষ্টের সঙ্গে অভিসারের ৭০ বছর পার করে ৭১ বছরের দিকে আমরা এগচ্ছি। ভারত স্বাধীন হওয়ার পর অনেক পণ্ডিত বলেছিলেন, ভারতবর্ষ দেশ হিসেবে বেশিদিন টিকে থাকতে পারবে না। পণ্ডিতরা ভারতবর্ষকে অভিহিত করেছিলেন ‘ওয়ান্ডারফুল এক্সপেরিমেন্ট’। তাঁদের চোখে তখনকার ভারতবর্ষের মাত্র দুটো পরিচয় ছিল। সেটা হল পণ্ডিত নেহেরু আর দুর্ভিক্ষ। কিন্তু শত্রুর মুখে ছাই দিয়ে আমরা … Continue reading ভারত বনাম ভারতের লড়াই, জিতবে কে!