Breaking News
Home / খেলাধুলা / দল গোছাতে নেমে পড়েছে ইস্টবেঙ্গল

দল গোছাতে নেমে পড়েছে ইস্টবেঙ্গল

ওয়েব ডেস্ক :
এ বছর কলকাতা লিগ ছাড়া কোনও ট্রোফিই ঘরে ঢোকেনি ইস্টবেঙ্গলের। যদিও দলটি এবার জবরদস্ত গড়েছিলেন ক্লাব কর্তারা। ক্লাব কর্তারা বললাম এই কারণে, প্রাক্তন কোচ মর্গ্যান বলেছিলেন, আমি নই টিম গড়েছিলেন ক্লাব কর্তারা।
এখনও আই এফ এ শিল্ড খেলা বাকি রয়েছে। এই টুর্নামেন্ট হবে সম্ভবত জুন মাসে। দেখা যাক ইস্টবেঙ্গল কী করে! আই এফ এ শিল্ড ক্লাবের মাথায় থাকলেও, তারই মধ্যে সামনের বছরের জন্য দল গোছাতে ময়দানে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই এবারের আই লিগ জেতা আইজলের ঘর ভেঙেছে ইস্টবেঙ্গল। আইজলের সেরা তিন খেলোয়াড়কে দলে নিয়েছে তারা সামনের মরশুমের জন্য। শোনা যাচ্ছে, চার্চিলের দিকেও নজর পড়েছে তাদের। এবার ইস্টবেঙ্গল ঠিক করেছে খুব অচেনা খেলোয়াড় তারা নেবে না। এ ব্যাপারে তারা ভুক্তভোগী। বুকেনিয়া, প্লাজা, ক্রিস পেনকে নিয়ে বেজায় ঠকেছে। প্লাজা তবুও কিছুটা সার্ভিস দিলেও বুকেনিয়া আর পেন দু’একটি খেলা ছাড়া তাঁরা দু’আনি খুঁজে বেড়িয়েছিলেন বাকি মরশুম। ওয়েডসন তাঁর সুনাম অনুযায়ী খেলতে পারেননি। তাই ওয়েডসন আর বুকেনিয়াকে ক্লাব ছেড়ে দিয়েছে। প্লাজাও নাকি দেশে ফিরে গেছে। এবার হয়তো ইস্টবেঙ্গলকে আই এস এল খেলতেও দেখা যাবে। এখনও পর্যন্ত যা ক্লাবের ভাবগতিক দেখে যা মনে হচ্ছে। তার ওপর চাপ আছে স্পনসরের। শোনা যাচ্ছে, চির প্রতিদ্বন্দ্বী ক্লাব সবুজ মেরুনের কাউকে কাউকে নাকি দলে টানছে ! সব মিলিয়ে ক্লাব এখন কোমরবেঁধে নেমেছে দল গোছাতে।

Spread the love

Check Also

বিশ্বকাপে পাকিস্তানের খেলা নিয়ে বিস্ফোরক বিবৃতি পাক বিদেশমন্ত্রকের

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ পাকিস্তানের ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে সংশয় ছিলই। সেই সংশয় এবার রীতিমতো …

জানেন কি, প্রথম টেস্টে জয়ে অধিনায়কের চোখে সুপারস্টার কে?

চ্যানেল হিন্দুস্থান ডেস্ক: অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লিয়নের প্রশংসায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স । অ্যাশেজের প্রথম …

কামিন্সের ঘাতক ইয়র্কারে উড়ল পোপের উইকেট

চ্যানেল হিন্দুস্থান ডেস্কঃ রামধনুর মতো বাঁকানো ইনসুইং ইয়র্কার বেরল অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাত থেকে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *