ওয়েব ডেস্ক :
এ বছর কলকাতা লিগ ছাড়া কোনও ট্রোফিই ঘরে ঢোকেনি ইস্টবেঙ্গলের। যদিও দলটি এবার জবরদস্ত গড়েছিলেন ক্লাব কর্তারা। ক্লাব কর্তারা বললাম এই কারণে, প্রাক্তন কোচ মর্গ্যান বলেছিলেন, আমি নই টিম গড়েছিলেন ক্লাব কর্তারা।
এখনও আই এফ এ শিল্ড খেলা বাকি রয়েছে। এই টুর্নামেন্ট হবে সম্ভবত জুন মাসে। দেখা যাক ইস্টবেঙ্গল কী করে! আই এফ এ শিল্ড ক্লাবের মাথায় থাকলেও, তারই মধ্যে সামনের বছরের জন্য দল গোছাতে ময়দানে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই এবারের আই লিগ জেতা আইজলের ঘর ভেঙেছে ইস্টবেঙ্গল। আইজলের সেরা তিন খেলোয়াড়কে দলে নিয়েছে তারা সামনের মরশুমের জন্য। শোনা যাচ্ছে, চার্চিলের দিকেও নজর পড়েছে তাদের। এবার ইস্টবেঙ্গল ঠিক করেছে খুব অচেনা খেলোয়াড় তারা নেবে না। এ ব্যাপারে তারা ভুক্তভোগী। বুকেনিয়া, প্লাজা, ক্রিস পেনকে নিয়ে বেজায় ঠকেছে। প্লাজা তবুও কিছুটা সার্ভিস দিলেও বুকেনিয়া আর পেন দু’একটি খেলা ছাড়া তাঁরা দু’আনি খুঁজে বেড়িয়েছিলেন বাকি মরশুম। ওয়েডসন তাঁর সুনাম অনুযায়ী খেলতে পারেননি। তাই ওয়েডসন আর বুকেনিয়াকে ক্লাব ছেড়ে দিয়েছে। প্লাজাও নাকি দেশে ফিরে গেছে। এবার হয়তো ইস্টবেঙ্গলকে আই এস এল খেলতেও দেখা যাবে। এখনও পর্যন্ত যা ক্লাবের ভাবগতিক দেখে যা মনে হচ্ছে। তার ওপর চাপ আছে স্পনসরের। শোনা যাচ্ছে, চির প্রতিদ্বন্দ্বী ক্লাব সবুজ মেরুনের কাউকে কাউকে নাকি দলে টানছে ! সব মিলিয়ে ক্লাব এখন কোমরবেঁধে নেমেছে দল গোছাতে।
