চ্যানেল হিন্দুস্তান,বিনোদন ডেস্ক-
২০২১ সালে মেয়ে ভামিকাকে জন্ম দেন অভিনেত্রী। প্রায় দু’বছর হয়ে গেল এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তাঁরা।
এর মাঝে ফের খুশির খবর দিতে চলেছেন কোহলি পরিবার।ফের মা হতে চলেছেন অভিনেত্রী।শোনা যাচ্ছে, তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা।
জানা গেছে, কোহলি দম্পতি আগের বারের মতোই এবারও এই খুশির খবরের কথা ঘোষণা করবেন মহা সমারোহে। তবে একটু শেষের দিকটাই তাঁরা বেছে নেবেন। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন দম্পতি। সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পুজোর অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলেঢালা চুড়িদারেই দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এখন ক্যামেরার থেকে নিজেকে আড়াল রাখতেই পছন্দ করেছেন অনুষ্কা।
গত কয়েক মাস ধরেই অনুষ্কা নিজেকে রেখেছেন লোকচক্ষুর আড়ালে । স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-অনুষ্কাকে। সে সময়ে বিরাট নিজে সকলকে ছবি না তোলার অনুরোধ করেন। এবং পাশাপাশি, এ-ও নাকি জানান, খুব তাড়াতাড়ি তাঁরা আনুষ্ঠানিক ঘোষণা করবেন।
তার পর থেকেই চলছে এই নিয়ে নানান গুঞ্জন।
মেয়ে ভামিকা কোহলির এখন বয়স দু’বছর। এর মাঝেই নতুন খবর দিতে চলেছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news