Home / TRENDING / এটাই শেষ বিশ্বকাপ বিরাটের! বিশ্বকাপের পর অবসরের ঘোষণা নিয়ে জল্পনা

এটাই শেষ বিশ্বকাপ বিরাটের! বিশ্বকাপের পর অবসরের ঘোষণা নিয়ে জল্পনা

চ্যানেল হিন্দুস্থান, সুমন ভুঁইয়া-

১২ বছর পর ফের দেশের মাটিতে বিশ্বকাপের আসর। ১২ বছরে ভারতীয় ক্রিকেটে পাল্টেছে অনেক কিছু, কিন্তু এখনও বদলায়নি ৩নং ব্যাটিংধারী ক্রিকেটার। মিডিল অর্ডার এসে ঝড়ের গতিতে রান তোলার অভ্যেসএখনও তেমনি রয়েছে। আবার অন্যদিকে বলা জেতে পারে, তিনি এমন ভারতীয় ক্রিকেটার যিনি ২০১১ জয়ের ভাগিদার থাকার পাশাপাশি, এই বছরও নিজের জায়গাটা সংরক্ষিত রেখে গেছেন, যদিও অক্ষর প্যাটেলের চোটের পর, ফের বিশ্বকাপের দলের নিজের জায়গাও পাকাপোক্ত করে নিয়েছে, ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম স্পিনার অশ্বিন।

India’s palyers stand for the national anthem before the start of the Asia Cup 2023 one-day international (ODI) cricket match between India and Pakistan at the Pallekele International Cricket Stadium in Kandy on September 2, 2023. (Photo by Ishara S. KODIKARA / AFP) (Photo by ISHARA S. KODIKARA/AFP via Getty Images)

২০১৫,২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে। আর দুই সেমিফাইনালে বিরাটের ব্যাট তেমন কথা বলেনি। ২০১৫ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ বলে ১রান, ও ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ বলে ১ রান করে ব্যাবিলনের দিকে পা বাড়ান বিরাট। কিন্তু এবার সেমিফাইনালে উঠলে কি একই ইতিহাস দেখতে হবে, নাকি দেখা মিলবে উল্টো ছবি, সে যেন সময় বলবে।

ক্রিকেট মহলের দাবি, এটাই হয়তো বিরাট কোহলির শেষ বিশ্বকাপ, যদিও এই ব্যাপারে খোদ বিরাট কোহলি থেকে BCCI কোনো প্রতিক্রিয়া দেয়নি। কিন্তু অধিকাংশ দেশবাসী মনে করেন, সচিনের পর বিরাট যিনি দেশ ও বিদেশ মাটিতে ঝড়ো ইনিংসের উপহার দিয়েছেন। কিন্তু সেই রাগী, গরম মেজাজ, লিটল মাস্টার ব্লাস্টার ক্রিকেটার অবসর নিলে, কতটা ক্ষতি হবে ভারতীয় দলে তা আর নতুন করে বলে দিতে হবে না।

প্রতি ৪ বছর অন্তর বিশ্বকাপের আসর বসলে যেমন মেতে উঠে ক্রিকেটপ্রেমীরা, ঠিক তেমনি বহু বড়োমাপের ক্রিকেটারা বিশ্বকাপের মধ্য দিয়ে অবসরও ঘোষণা করে থাকেন। গত বিষকাপের পর, ভারতীয় ক্রিকেটে সবচেয়ে সফল অধিনায়ক এম এস ধোনি, ১৫ আগস্ট ২০২০ তে নিজেই অফিসিয়াল ভাবে অবসরের কথা জানিয়ে দিয়েছিলেন। কিন্তু এবারও সেই তালিকা থাকতে পারে দেশ বিদেশের বহু নামী ক্রিকেটার।

সূত্র মারফতভাবে জানা যাচ্ছে, যে নাম সবার উপরে উঠে এসেছে, তিনি আর কেউ নন, তিনি হলেন বিরাট কোহলি, তাতে নাম উঠে এসেছে রোহিত শর্মাও। সেই তালিকায় রয়েছে দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক কুইন্টন ডি কক, ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মিচেল স্ট্রাক, গ্লেন ম্যাক্সওয়েল। সেই তালিকায় ইংল্যান্ডের বেন স্টোকস, আদিল রাশীদ, জো রুট, বাংলাদেশের সাকিব, মুশফিকুর রহিম, আফগানিস্তানের মহম্মদ নাবি, নিউজিল্যান্ডের টিম সাউথী, কেন উইলিয়ামসন, ট্রেন্ড বোল্ড বহু প্রমুখ খেলোয়াড়।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ক্রিকেট আসর। কিন্তু ঘরের মাটিতে কি বিশ্বকাপ জয়ের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারবে ভারত? সে তো সময় বলবে। কিন্তু ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন, ঘরে মাটিতেই বিশ্বকাপ রাখতে পারে রোহিত বাহিনী, কিন্তু ক্রিকেটে কখন যে কত কিছুই না হতে পারে, তার সব উত্তর মিলবে আগামী ১৯ নভেম্বর।

Spread the love

Check Also

এক মাসের মধ্যে  ডিপফেক ভিডিয়োর কোপে চার বলি তারকা

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, চলতি মাসের শুরুর দিকে সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়েছিল অভিনেত্রী রশ্মিকা মন্দনার …

মাতৃত্বকালীন সময়ে নিন্দুকেদের সপাটে জবাব দিলেন শুভশ্রী

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, হইচই নেটপাড়ায় আর কিছুদিনের মধ্যেই আসছে শুভশ্রীর দ্বিতীয় সন্তান। অনেকেই মনে …

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *