ওয়েব ডেস্ক :
গানের জগতের মাইল ফলক এইচএমভি। শতাব্দী প্রাচীন এই কোম্পানির মূল অফিস মুম্বই-এ থাকলেও, তার শাখা অফিস ছিল কলকাতায়। সেকালে দমদমের এইচএমভির বাড়িতে আসেননি এমন শিল্পী সম্ভবত কেউ নেই। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় এখানে মিউজিক করেছিলেন তাঁর ছবির। সূত্রের খবর দমদমের সেই পুরনো অফিসবাড়িকে ভেঙে ওই জায়গায় স্পোর্টস কমপ্লেক্স হবে।
(আরও দেখুন শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা–গ্রামোফোন কোম্পানির বাড়ি)