Home / Uncategorized / গোলবাড়ির কষা মাংস !! : সুতপা লাহা

গোলবাড়ির কষা মাংস !! : সুতপা লাহা

সুতপা লাহা :

উপকরন :~
১) ১ কেজি খাসি/পাঠা-র মাংস
২) ২ টো বড় পেয়াজ সরু করে কুচানো
৩) ২ বড় চামচ রসুন বাটা
৪) ২ বড় চামচ আদা বাটা
৫) ১ বড় চামচ কাঁচা লঙ্কা বাটা
৬) ৩ বড় চামচ জিরে গুড়ো
৭) ২ বড় চামচ লঙ্কা গুড়ো
৮) ৩ বড় চামচ দই ভাল করে ফেটানো
৯) নুন স্বাদমত
১০) ২/৩ এলাচ
১১) দারচিনী ১ টুকরো
১২) ৩/৪ লবঙ্গ
১৩) ২/৩ শুকনো লঙ্কা
১৪) ২ টো তেজপাতা
১৫) ১ কাপ সরষের তেল
১৬) ১ কাপ পাকা পেপে বাটা
১৭) ১ ছোট চামচ পাঁচফোড়ন

প্রণালী :~
মাটন টা পাকা পেপে বাটা দিয়ে ৪-৬ ঘণ্টা ম্যারিনেট করতে হবে।
একটা বড় কড়াতে সরষের তেল দিয়ে গরম হলে তাতে শুকনো লঙ্কা,তেজপাতা,পাঁচফোড়ন,এলাচ,লবঙ্গ,দারচিনী দিতে হবে।
সুন্দর গন্ধ বেরলে পেয়াজ কুচানো টা দিতে হবে।
পেয়াজ টা সোনালী রঙ ধরলে তাতে মাংস টা দিয়ে দিতে হবে। সাথে নুন দিতে হবে।
১০-১৫ মিনিট রান্না করার পর মাংস টা রঙ পরিবর্তণ হয়ে কালচে হতে শুরু করবে।
মাংস টাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যেন তলায় বসে না যায়।
তারপর ১ কাপ গরম জল দিতে হবে।আর পাত্র টা ঢাকা দিয়ে দিতে হবে।
তারপর গ্যাস একেবারে কমিয়ে দিতে হবে। এভাবে ২ ঘণ্টা রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে।
একটা পাত্রতে আদাবাটা,রসুনবাটা, লঙ্কাবাটা, জিরেগুড়ো একসাথে মেশাতে হবে।
অন্য একটা পাত্রে ২ চামচ সরষের তেল গরম করে তাতে ওই মিক্সচার টা দিয়ে কষিয়ে নিতে হবে।
তারপর সেটা মাংসের ওপর ঢেলে দিয়ে ভাল করে নেড়ে দিতে হবে।
তারপর তাতে লংকাগুড়ো টা আর দই টা মেশাতে হবে।
আর আধঘণ্টা রান্না করতে হবে।
তারপর মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে।
তারপর মাংসের ওপর গরম মসলা ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।
এটা রুমালি রুটি অথবা পরটার সাথে খুব ভাল লাগবে।

Spread the love

Check Also

পিতৃহারা হলেন অভিনেতা আরমান, প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল …

কেমন হল শ্রীপর্ণার বিয়ের কার্ডের ডিজাইন?

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, স্টুডিয়ো পাড়ায় এখন বিয়ের মরসুম।নভেম্বর-ডিসেম্বর মাসজুড়ে বাজবে বিয়ের বাজাই। চলতি মাসের …

Miss Universe 2023 নিকারাগুয়ার শেনিসের মাথায় বিজয় মুকুট!

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেক্স, জীবনের খাতায় উজ্জ্বল মুহূর্ত যে বারে বারে রচনা করেন সুন্দরীরাই, ইতিহাস …

One comment

  1. KOTO DIN KHAI NI KAU KI AMA K KHAWABE PLEASE.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *