ওয়েব ডেস্ক :
টেলিকম মার্কেটে এখন প্রায় একাই ব্যাট করছে জিও। তবে জিও এই চার ছয় হাঁকানো দেখে অনেকেই ভ্রূ কুঁচকচ্ছেন। টেলিকমে একচেটিয়াকরণ কী ভাল? কেমন হবে এর সুদূর প্রসারী প্রভাব। অফারের পর অফার দিয়ে সব গ্রাহকেদের একাই পকেটে পুরবেন আম্বানি পরিবারের বড় ভাই। ফ্রি কল আর ফ্রি ডেটার হাতছানিতে ‘জিও’কে জীবনের সঙ্গে জুড়বেন আর কতজন? এইসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বনিকমহলে।
জিও-র ফ্রি অফার থাকাকালীন গ্রাহক সংখ্যা ছাড়িয়েছিল ১০ কোটি। আবার করে রিচার্জের গল্প শুরু হওয়ায় গ্রাহক সংখ্যা কমে হয়েছে সাত কোটি। তাই গ্রাহকদের আকৃষ্ট করতে জিও রিচার্জের সময়সীমা বাড়িয়ে দিল আরো ১৫ দিন। সঙ্গে যাঁরা নূন্যতম ৩০৩ টাকার রিচার্জ করাচ্ছেন, তাঁদের আগামী তিনমাস আর কোন রিচার্জ করতে হবে না। এই অফারের নতুন নামকরণ ‘সামার সারপ্রাইজ’।