ওয়েব ডেস্ক:
মানুষের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির মধ্যে অন্যতম লিভার। যা প্রতিস্থাপন যোগ্য হলেও বহুমানুষ লিভারের সমস্যায় ভুগছেন। যার কারনে রয়েছে একাধিক কারন।
১। যার প্রধান কারন হিসেবে থাকছে মদ্যপান। অত্যন্ত অ্যালকোহল ক্ষতির মূল কারন হচ্ছে লিভারের।
২। অত্যন্ত ফাস্ট ফুড ড্যামেজ করছে লিভারের।
৩। কেমিক্যাল যুক্ত যে কোন খাবারের মারাত্মক ক্ষতি করছে সাধারন মানুষের। অর্টিফিসিয়াল ফুড কালার থেকেও বাড়ছে লিভার ক্ষতির প্রবণতা।
৪। প্রয়োজনাতিরিক্ত ঔষধ লিভার নষ্টের অন্যতম কারন।
৫। অনেকেই সকালের খাবার না খেয়ে দুপুরের লাঞ্চ করেন। সেখান থেকে বাড়ে লিভারের রোগের প্রবণতা।
৬। অনেকক্ষণ খাবার না খেয়ে একবারে অনেকটা খাবার খেয়ে নিলেও লিভারের সমস্যা বেড়ে যায়।
৭। দেরি করে ঘুম থেকে ওঠা এবং রাত জাগা থেকে থেকেও লিভার ড্যামেজের প্রবণতা।