মধুমন্তী :
এক এনওয়াইপিডি পুলিশ অফিসারের মৃত্যুর তিন বছর পর জন্ম নিল তাঁর বায়োলজিক্যাল সন্তান। বাস্তবেই হয়েছে এমনটা। শুনে কী থতমত খেয়ে গেলেন! হ্যাঁ তা অবশ্য হওয়ারই কথা।
স্যানি লিউ নাম ওই পুলিশ অফিসারের স্ত্রীর। গত মঙ্গলবার তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। ফুটেফুটে ওই মেয়ের নাম দিয়েছেন অ্যাঞ্জেলিনা।
বাবা ওয়েঞ্জিয়ান লিউ ছিলেন পুলিশ অফিসার। ২০১৪-এর ২০ ডিসেম্বর তাঁকে গুলি করে খুন করা হয়। তাঁরই সফরসঙ্গী ছিলেন র্যাফেল রামোস।
সেসময় সদ্য বিবাহিত ছিলেন ওয়েঞ্জিয়ান। বিয়ের তিনমাসের মাথায় এমন ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়ে স্ত্রী স্যানির। সদ্য স্বামীহারা স্যানিকে ডাক্তার জিজ্ঞাসা করেছিলেন, পরে গর্ভধারণের জন্য যদি তিনি তাঁর স্বামীর স্পার্ম সংগ্রহ করে রাখতে চান, তিনি তা পারেন। এ কথা শুনে আর দ্বিতীয়বার ভাবেননি স্যানি। যদিও বিষয়টা খরচসাপেক্ষ, তবু সিদ্ধান্ত নেন তিনি সেটাই করবেন।
অবশেষে সুস্থভাবে অ্যাঞ্জেলিনা জন্মগ্রহণ করে। এনওয়াইপিডি থেকে শুভেচ্ছা জানিয়ে মা এবং মেয়ের ছবিও টুইটারে শেয়ার করা হয়।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
সর্বনাশ! চিপসের কৌটো খুলতেই বেরলো জ্যান্ত কেউটে সাপ (দেখুন ছবি ভিতরে)