ওয়েব ডেস্ক:
নতুন মরশুমে সবুজমেরুনের অধিনায়ক করা হল কিংশুক দেবনাথকে। এদিকে বাগানে ট্রায়াল দিতে আসা ফুটবলারদের থেকে কয়েকজনকে বেছে নিলেন কোচ শঙ্করলাল চক্রবর্তী। এই তালিকায় আছেন কল্যাণ চৌবের সম্বলপুর আকাডেমির মিঠুন সামন্ত আর বিকাশ সাইনি এবং মুম্বই এফসি-র রোহিত শর্মা। বাগান কর্তারা এঁদের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছেন।
গতকাল জর্জ টেলিগ্রাফের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলেও নিল মোহনবাগান। জিতলও সবুজমেরুন। গোল করেছেন লিংডো আর পিন্টু মাহাত। এছাড়াও বাগান কোচ এবং কর্তারা ঠিক করেছেন কলকাতা লিগে ফুটবলার বাছাই করার জন্য স্পটার নিয়োগ করবেন। বাগানে এবার প্রথম থেকেই ফুল ফোটাতে চাইছেন কর্তারা এবং কোচ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন