ওয়েব ডেস্ক :
এমনিতেই সে পটৌডি পরিবারের ছোটে নবাব। তাতে আবার মা গ্ল্যামকুইন করিনা কাপুর খান। সেই মায়ের ছেলে যে স্টাইল মেনটেইন করবে সেটাই স্বাভাবিক নয় কী! হ্যাঁ, ঠিকই ধরেছেন তৈমুর আলি খানকে নিয়েই কথা হচ্ছে। ছোট থেকেই যার দিকে ক্যামেরা তাক করে রেখেছেন শাটারবাগরা। এ হেন তৈমুর সদ্য ক্যামেরাবন্দি হয়েছে এয়ারপোর্টে মা আর বাবার সঙ্গে।
কারণ, তৈমুর প্রথমবার ঘুরতে যাচ্ছে আর্ন্তজাতিক জায়গায়, সুইৎজারল্যান্ড। তাই একটু মেকওভার তো প্রয়োজন বটেই। তাই নতুন হেয়ার কাট করিয়েছে তৈমুর। আর হ্যান্ডসাম তৈমুরের সেদিকে গ্রাহ্য নেই। সে তখন ঘুমেই মগ্ন বাবার কোলে। মাঝে মাঝে ক্যামেরা ঝলক দিয়ে উঠলে তাকিয়ে দেখে নিচ্ছে, ঠিক কি হচ্ছে!
সম্প্রতি নিজের ছেলে সম্পর্কে করিনা বলেন, তাঁর ছেলে সবচেয়ে মিষ্টি দেখতে। আর তাই তো ক্যামেরা তার দিকে তাক করেই রাখেন সাংবাদিকরা। তাতে করিনার কোনও সমস্যাই নেই।
ধন্য ছোটে নবাব! এখনই এত ক্রেজ। বাকি সময় তো পড়ে আছে।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন