মধুমন্তী :
ভারত-চিন কোন্দল এখন তুঙ্গে। সে কথা অজানা নয়। কিছুদিন আগে অবধিও যুদ্ধ যুদ্ধ রব চলছিল, এই বুঝি যুদ্ধ লেগেই গেল বোধহয়।
তবে এই যুদ্ধ, গোলা, বোমা বারুদ কারই-বা ভাল লাগে! বিনোদনেরও তো প্রয়োজন পড়ে। সীমান্ত যাঁরা পাহারা দিচ্ছেন দিন-রাত জেগে। তাঁদের কথাই বা ভাবছে কে!
তাই আবার শিরনামে ভারত-চিন। তবে এবার হাওয়া খানিক ঠান্ডা। সীমান্তে ইয়নসিঙ্গ দ্বীপের ওপর আস্ত একখানা অত্যাধুনিক সিনেমা হলই গড়ে ফেলেছে চিন, অন্তত সূত্রের খবর তেমনটাই জানাচ্ছে। প্রায় ২০০ জন স্থানীয় লোক এবং সেনা ইতিমধ্যেই একটি ছবি দেখে ফেলেছেন। নাম ‘দ্য ইটার্নিটি অফ জিয়াও য়ুলু’। চিনের নতুন শহর সাউথ চাইনা সি(এসসিএস)তে এই হলের নাম দেওয়া হয়েছে সানসা ইয়নলং সিনেমা।
অন্যদিকে হাইনান মিডিয়া গ্রুপের জেনারেল ম্যানেজার গু জিয়াওজিং জানান, “এই হলে প্রতিদিন একটি করে সিনেমা দেখানো হবে। যার ফলে স্থানীয়দের পাশাপাশি সীমান্ত সেনারাও বিনোদন উপভোগ করবেন। তাই বিনোদনও হবে সীমান্ত পাহারাও দেওয়া হবে।”
অত্যাধুনিক সব প্রজেকশন দিয়ে তৈরি হয়েছে এই সিনেমা হলটি সঙ্গে রয়েছে ৪কে ডিজিটাল প্রোজেক্টর এবং থ্রি ডি স্ক্রিনের ব্যবস্থাও থাকছে।
হাইন্যান ফিল্ম কোম্পানির ডিজিটাল ম্যানেজার চেন জিজিয়ান জানান, এছাড়া দু’টি মোবাইল প্রজেকশনও রাখা হয়েছে, হলের বাইরে বিভিন্ন সময় ফ্রিতে সিনেমা দেখানোর ব্যবস্থা করা হবে আইল্যান্ডবাসীদের।
তাই বিচ্ছিন্ন দ্বীপে থেকেও বিনোদনে এতটুকু ঘাটতি পড়তে দিতে নারাজ চিন সরকার।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন