নীল বণিক :
সিআইডির হাজিরা-নোটিশকে পাত্তা দিচ্ছেন না সিপিএম নেতা গৌতম দেব। শুক্রবার, বেলা এগারোটার সময়, তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার নোটিশ পাঠিয়েছে সিআইডি। সিআইডিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে গৌতম দেবের বক্তব্য, “দম থাকলে আমায় গ্রেফতার করে দেখাক। আমি তো যাবই না, আমার উকিলকেও পাঠাব না।”
কেন আবার নতুন করে রণং দেহি হলেন গৌতম? তাঁর কথায়, “সিআইডি আমাকে আগেও ‘হ্যারাস’ করেছে, আবারও করবে। ওদের একটা জবাব দেওয়া দরকার।”
আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনাও শুরু করেছেন গৌতম। বুঝে নিতে চাইছেন আইনের অস্ত্রে কিভাবে কাবু করা যায় সিআইডিকে?
তবে ভবানী ভবন যে ওঁর আসল লক্ষ্য নয় সেটা মনে করিয়ে দিতেও ভুলছেন না গৌতম। বলছেন, “ভবানী ভবন তো নয়, কল কাঠি নাড়ছে নবান্নের চোদ্দ তলা। সিআইডিকে যোগ্য জবাব দিতে পারলেই কানে জল যাবে চোদ্দ তলার!”
বলা বাহুল্য, নবান্নের চোদ্দ তলাতেই মুখ্যমন্ত্রী বসেন।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন :
পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় প্রার্থী হচ্ছেন স্বয়ং মোদী, কেন এই কৌশল? জেনে নিন বিজেপির গোপন ব্লু-প্রিন্ট