ওয়েব ডেস্ক
‘মণিপুরের লৌহমানবী’ নামে পরিচিত তিনি। মণিপুরের মানবাধিকার কর্মী ইরম শর্মিলা চানু কোদাইকানালে বিয়ে করলেন ব্রিটিশ প্রেমিক ডসমন্ড কৌটিনহোকে। বৃহস্পতিবার সাদাসিধে ভাবে তামিলনাডুতে বিয়ে সম্পন্ন করলেন শর্মিলা।
কয়েকজন বন্ধুবান্ধবের উপস্থিতে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্ট’ অনুযায়ী বিয়ে সম্পন্ন করলেন তিনি। প্রথমে হিন্দু মতে বিয়ের জন্য আবেদন করেন শর্মিলা ও তাঁর প্রেমিক। তবে সেই আবেদন মঞ্জুর করা সম্ভব হয়নি। কারণ, হিন্দু বিবাহের আইনে আন্তঃধর্ম বিয়ের অনুমতি দেওয়ার নিয়ম নেই। তারপরই ৩০ দিনের নোটিস দেন শর্মিলা ও তাঁর প্রেমিক। যদিও শর্মিলা ও তাঁর প্রেমিকের পরিবারের তরফে এদিন বিয়েতে কেউ উপস্থিত ছিল না।
আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে ২০০০ সালের ২ নভেম্বর থেকে অনশন শুরু করেছিলেন বছর ৪৪ এর ইরম শর্মিলা চানু। ১৬ বছর অনশন চালানোর পর ২০১৬ সালের ৯ অগস্ট অনশন প্রত্যাহার করেন চানু। একটা সময় মণিপুরের মুখ্যমন্ত্রী হওয়ার লক্ষ্যের কথা জানিয়েছিলেন চানু। সেই মতো চলতি বছরে মণিপুরের বিধানসভা নির্বাচনেও দাঁড়িয়েছিলেন তিনি। তবে ৯০ টি ভোটে হেরে যান শর্মিলা।
তবে আপাতত বিয়ে করে সংসারী হচ্ছেন আয়রন লেডি।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন