Breaking News
Home / TRENDING / বাংলার প্রধান কবি, বললেন জয়, শ্রদ্ধা জানালেন কবীর, বিনয়ক, শমীক

বাংলার প্রধান কবি, বললেন জয়, শ্রদ্ধা জানালেন কবীর, বিনয়ক, শমীক

বিশেষ সংবাদদাতা :

রাজ্য রাজনীতির আঙিনায় জ্যোতি বসু যেমন কোনওদিন দাদা হলেন না, প্রায় সকলের কাছেই জ্যোতি বাবু হয়ে জীবনটা কাটিয়ে দিলেন, সাহিত্য জগতে তেমন শঙ্খ ঘোষ। তিনি শঙ্খ বাবু। তাই বলে তাঁকে কি কেউ দাদা বলে না! নিশ্চয়ই বলে। তবে ধুতি পাঞ্জাবি পরিহিত, তাঁর কবিতার মতই ঋজু যে চেহারাটি তাঁর নাম উচ্চারণেই চোখের সামনে ভেসে ওঠে তিনি একান্ত ভাবেই বাবু। শঙ্খবাবু। একদা এক তরুন কবি নাকি রসিকতা করে বলেছিলেন, একই মানুষকে কী সং আর খোদা একসঙ্গে বলা যায়! তাই তিনি কখনওই শঙ্খদা নন, সর্বদাই শঙ্খবাবু!
এ হেন শঙ্খবাবুর জন্মদিন। কথাটা শুনেই কবীর সুমনের মনে পড়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিনগুলোর কথা। বললেন, “শঙ্খবাবু আমার প্রথম যৌবনের শিক্ষক।” নাগরিক কবিয়ালের মতে শঙ্খ ঘোষের কবিতা আধুনিক জীবনের ভাবনার সঙ্গী।
জয় গোস্বামীর কবিতায় পাঠক এমন পঙক্তি খুঁজে পান যেখানে শঙ্খবাবুর নাম উল্লেখ করে জয় লিখছেন, কে আমার প্রোমোটার শঙ্খবাবু না সুনীল গাঙ্গুলী? প্রোমোটার শব্দে যে খটকা আছে, সেই খটকা কাটিয়ে জয় আরও লিখছেন, শঙ্খবাবু, শ্রীচরণেষু শঙ্খবাবু, আপনার কবিতা পড়ে পড়ে উচ্ছন্নে না যেতাম যদি! এই মধুর উচ্ছন্নে যাওয়া যে কবি হয়ে ওঠা তা পাঠকমাত্র বোঝেন। প্রিয় কবির জন্মদিনে জয় বোঝাতে চাইলেন, শুধু কবি নয় শঙ্খ ঘোষ তাঁর কতটা প্রিয় মানুষ। বললেন, “শঙ্খ ঘোষ আমাদের ভাষার প্রধান কবি। ৬২ বছর ধরে তিনি লিখছেন। কবিতাও, গদ্যও। তিনি আমাদের অভিভাবক।” তাঁর বাড়ির দরবারের কথাও শোনালেন জয়। যে কোনও মানুয যে কোনও সমস্যা নিয়ে গেলে তিনি কি ভাবে মন দিয়ে তাদের কথা শোনেন, সম্ভব হলে সাহায্য করেন, নিজের কাজের ক্ষতি, লেখার ক্ষতি… সেই সব ভাবেন না।
এই সময়ে নতুন এক কণ্ঠস্বর নিয়ে উঠে আসা কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়ও মানুষ শঙ্খ ঘোষের কথা বললেন। তাঁর কথায়, “শুধু কবি নয়, সাধারণ মানুষও তাঁর কাছে খুব সহজে যেতে পারেন। তাঁদের নিজেদের কথা বলতে পারেন। কবির এই মানবিক দিক আমায় এবং আমার মত অনেক মানুষকে খুব টানে। তিনি সেই সব মানুষের মধ্যেও কবিতা খুঁজে পান।”
রাজনীতিকরাও শঙ্খবাবুর খুব গুণগ্রাহী। শমীক ভট্টাচার্য বললেন,” বর্তমান প্রজন্মের মানুষের চেতন কিংবা অবচেতন মনে কবি শঙ্খ ঘোষ বিরাজমান।”
জন্মদিনে চ্যানেল হিন্দুস্তান আর কী বলবে! বলতে পারে শুধু এইটুকুই, আরও অনেক অনেক বছর আপনার কবিতার ক্লাস চালিয়ে যান শঙ্খবাবু!

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *