Breaking News
Home / TRENDING / শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত অভিনেতা সমীর খাখর

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত অভিনেতা সমীর খাখর

চ্যানেল হিন্দুস্তান, বিনোদন ডেস্ক-

প্রয়াত অভিনেতা সমীর খাখর। শ্বাসজনিত সম্যসায় ভুগছিলেন বর্ষীয়ান অভিনেতা। এ ছাড়াও ছিল অনান্য শারীরিক সম্যসা। চিকিৎসার জন্য মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সমীর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

সমীরের ভাই গণেশ জানান, মঙ্গলবার অভিনেতার শ্বাসজনিত সমস্যার দেখা দেয়। বাড়িতে চিকিৎসক ডেকে আনা হলে সমীরকে হাসপাতালে ভর্তি করানোর পরামর্শ দেন তিনি। তার পরেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্ষীয়ান অভিনেতাকে। বুধবার ভোর চারটে নাগাদ প্রয়াত হন তিনি। সমীরকে হারিয়ে শোকস্তব্ধ বলিউড। শোক প্রকাশ করেছেন তাঁর সহকর্মীরা।

তিনি তার 38 বছরের অভিনয় ক্যারিয়ারে বিভিন্ন টিভি শো এবং চলচ্চিত্রের অংশ ছিলেন। দীর্ঘ চার দশকের কেরিয়ার। পর্দার সামনে এবং নেপথ্যে চুটিয়ে কাজ করেছিলেন সমীর। জনপ্রিয় ধারাবাহিক ‘নুক্কাড়’-এ তাঁর চরিত্র দাগ ফেলেছিল দর্শক-মনে। মাঝে অভিনয় জগতকে বিদায় জানিয়ে আমেরিকা চলে গিয়েছিলেন সমীর। বেশ কয়েক বছর সেখানে থাকার পর আবার ভারতে ফিরে আসেন তিনি। তার পর ফের ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। পরে,দুটি গুজরাটি নাটক করেন এবং সালমান খানের জয় হো ছবিতে তার চরিত্রের জন্য জনপ্রিয়তা লাভ করেন।

Spread the love

Check Also

রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে সব লোকাল ট্রেন বাতিল ? দেখে নিন নতুন টাইমটেবিল

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- রবিবার রাত ১২ টা থেকে থেকে রাত ১১ টা ৫৯ মিনিট …

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজে মোদিকে তোপ বোন প্রিয়াঙ্কা

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- মানহানির মামলায় দু’বছরের জেল যাত্রা সোনিয়া পুত্র রাহুলের, খারিজ হয়ে গিয়েছে …

আধার কার্ডের সঙ্গে প্যানের যুক্তিকরণ শেষ ? জানেন আর কত দিন করতে পারবেন ?

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক- ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের (Aadhar Card) সঙ্গে প্যান কার্ডের যুক্তি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *