পার্থসারথি পাণ্ডা
চৌদ্দপুরুষ উগরে দাও না
সে-সব হবে সহ্য
পোলার খিদে বংশে বাড়ুক
সেটাও এহ বাহ্য
ধর্ম? ভীষণ স্পর্শকাতর
বিদগ্ধ সব রাষ্ট্রে
মাছ ঢাকতে জাতের লড়াই
রাজার নীতি শাস্ত্রে
ধর্ম? নাচে পোস্ত খোলে
ধর্ম নাচায় সঙ্ঘ
হন্যে আপন লেজের খোঁজে
স্বদেশ-নিখিল-বঙ্গ!
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন