ওয়েব ডেস্ক
বলিউডের ব্যস্ততম নায়িকাদের মধ্যে তিনি এখন এক নম্বরে। কাজ ছাড়া কখনও থাকেন না তিনি। সম্প্রতি তাঁর মা মধু চোপড়া জানিয়েছিলেন, “আমি যখনই জেগে থাকি দেখি ও কাজ করছে, ও বোধহয় ঘুমোয়ও না।”
হ্যাঁ, কথা হচ্ছে প্রিয়ঙ্কা চোপড়াকে নিয়ে। বলিউড ছাড়িয়ে হলিউডে নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ এরপর ‘বেওয়াচ’। সম্প্রতি রোম্যান্টিক কমেডি ‘ইজ নট ইট রোম্যান্টিক?’-এর শুটিং-এর কাজে ব্যস্ত তিনি। তবে এ হেন প্রিয়ঙ্কা শুধুই নিজেকে নিয়ে ভাবেন তেমন নয়। সহকর্মীদের নিয়ে চলতেও পছন্দ করেন। বলিউডের একসময়ের অন্যতম মুখ মাধুরী দীক্ষিতকে নিয়ে বলিউডে পাড়ি জমালেন তিনি। কারণ, মার্কিন মুলুকের একটি টিভি চ্যানেলে মাধুরীকে নিয়ে একটি কমেডি শো-এর প্রযোজনা করতে চলেছেন প্রিয়ঙ্কা। যেখানে মাধুরীর জীবনের একাধিক চড়াই উতরাইয়ের কাহিনি তুলে ধরা হবে এই শো-তে।
কিছুদিন আগে টুইটারে সেই খবরের আভাসও দিয়েছিলেন মাধুরী। তখন বোঝা না গেলেও এখন ভক্তরা দিব্যি বুঝতে পারছেন, সোশ্যাল মিডিয়ায় নিজের হলিউডের প্রজেক্টের আভাসই দিতে চেয়েছিলেন তিনি।
তবে প্রিয়ঙ্কার হাত ধরে মাধুরীর জীবনের এই পরিবর্তন চখে পরার মতো।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন