Breaking News
Home / TRENDING / রাজ্য কংগ্রেসে অধীর জমানা শেষ, বিকল্প খুঁজছেন সনিয়া-রাহুল

রাজ্য কংগ্রেসে অধীর জমানা শেষ, বিকল্প খুঁজছেন সনিয়া-রাহুল

দেবক বন্দ্যোপাধ্যায়  :

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের রসায়ন বদলে ফেলেছে দশ জনপথ। গত বিধানসভা নির্বাচনে রাজ্যস্তরে সিপিএমের সঙ্গে আসন সমঝোতা করার স্মৃতি এখন দ্রুত মুছে ফেলতে চাইছে দলের শীর্ষ নেতৃত্ব। পরিবর্তিত এই পরিস্থিতিতে সময়ের নিয়ম মেনে তাঁরা এখন প্রদেশ কংগ্রেস সভাপতির পদে অধীর চৌধুরীর বিকল্প খুঁজতে শুরু করেছেন। যদিও দিল্লির কেউ কেউ ব্যক্তিগত আলাপচারিতায় বলছেন, অধীর এখনও রাহুল গান্ধির পছন্দের তালিকায়। তবে সনিয়ার ঘনিষ্ঠ, দলের গুরুত্বপূর্ণ নেতাদের যা বক্তব্য শোনা যাচ্ছে তাতে আর যাই থাক অধীরের জন্য কোনও সুখবর নেই। আর কিছুদিনের মধ্যেই অধীরকে সরিয়ে অন্য কোনও নেতাকে রাজ্য কংগ্রেসের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়ে ফেলেছে হাই কম্যান্ড।
কেন এমন সিদ্ধান্ত? শুধুই কি মমতার সঙ্গে সুসম্পর্ক রাখার রাজনৈতিক বাধ্যবাধকতা? সম্ভবত না।

রাজ্যসভায় প্রদীপকে পাঠানর ব্যাপারে অধীরের অমত ছিল বলে দলের অন্দরে খবর। ঝাড়খণ্ডের একজন ব্যবসায়ী অধীরের পছন্দের প্রার্থী ছিলেন বলে শোনা যাচ্ছে দলের অন্দরে কান পাতলেই। অধীরের এই সুপারিশ দিল্লি ভাল চোখে দেখেনি বলে খবর।
নতুন কে বসবেন সভাপতির আসনে? প্রদীপ ভট্টাচার্য কী আবার দলের রাজ্য সভপতি হবেন? নাকি এবার নতুন প্রজন্ম থেকে, অপেক্ষাকৃত জুনিয়র কাউকে দেওয়া হবে দল পরিচালনার ভার? তাহলে অনেক নামের সঙ্গে সম্ভাবনার তালিকায় সামনের দিকে থাকবে রাজ্যের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী ও এআইসিসি-র সম্পাদক শুভঙ্কর সরকারের নাম।
কয়েকদিনের মধ্যেই অধীরের বিকল্প কে হবেন তা জানিয়ে দেবে দিল্লি।

লাইক শেয়ার ও মন্তব্য করুন

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন :- 

নেহরু-এডুইনার প্রেমে যৌনতা ছিল না, মানসিক সম্পর্ক ছিল গভীর

Spread the love

Check Also

চোরেদের মন্ত্রীসভা… কেন বলেছিলেন বাঙালিয়ানার প্রতীক

ডঃ অরিন্দম বিশ্বাস : আজ বাংলার এবং বাঙালির রাজনীতির এক মহিরুহ চলে গেলেন। শ্রী বুদ্ধদেব …

আদবানি-সখ্যে সংকোচহীন ছিলেন বুদ্ধ

জয়ন্ত ঘোষাল : লালকৃষ্ণ আদবানির বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মধ্যাহ্ন ভোজে আসবেন। বাঙালি অতিথির আপ্যায়নে আদবানি-জায়া …

নির্মলার কোনও অর্থনৈতিক চিন্তা-ভাবনা নেই

সুমন ভট্টাচার্য এবারের বাজেটটা না গরিবের না মধ্যবিত্তের না ব্যবসায়ীদের কাউকে খুশি করতে পারলো। দেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *