দেবক বন্দ্যোপাধ্যায় :
রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের মুখ পোড়াল বিরোধী জোট। একই সঙ্গে বিরোধী জোটের অস্তিত্বটাই নড়বড়ে হয়ে গেল। শুধুমাত্র অঙ্কের হিসেবেই বিরোধী জোট প্রার্থী মীরা কুমারের রাইসিনা হিলের বাসিন্দা হওয়া সম্ভব ছিল না। লড়াইটার আসল উদ্দেশ্য ছিল দেশ জুড়ে বিরেধী জোটের নাড়ি টিপে দেখে নেওয়া। তবে ভোটের দিন অর্থাৎ আজ সোমবার সকালে দেশ জুড়ে বিরোধীদের যা অবস্থা তাতে বিরোধী জোট দুরে থাক নিজেদের দলেই চিড় ধরিয়ে ফেলেছেন তারা। সংসদে দুটি বড় দল সমাজবাদী পার্টি ও টিএমসি। সমাজবাদীর অমর সিংহ প্রকাশ্যেই বলে দিয়েছেন তিনি কোবিন্দকে ভোট দেবেন। এমনকি মুলায়ম স্বয়ং মোদির প্রার্থীকে ভোট দিতে পারেন বলে জানিয়েছেন অমর। এখনও পর্যন্ত যা খবর তা থেকে বলা যায় রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে আড়াআড়ি ভাঙছে সমাজবাদী পার্টি। পিতা-পুত্রের ভাগাভাগি হতে চলেছে ফিফটি-ফিফটি। গোমতী নদির শহরে এখন এটাই খবর।
অন্যদিকে এই রাজ্যের শাসক দলের অবস্থা তথৈবচ। সম্ভবত এই প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে উঠতে পারছেন না তাঁর সাংসদ-বিধায়করা ঠিক কি করতে চলেছে। কুণাল ঘোষ ছাড়া আর কেউ এই নিয়ে মুখ খোলেননি ঠিকই তবে রবিবার বিকেলবেলা ঠিক কতজন সাংসদ-বিধায়কের হয়ে কুণাল মুখ খুলেছেন তা ঠাহর করতে পারছেন না মমতা ও তাঁর পার্শ্বচরবর্গ।
বামেরাও সম্ভবত নিশ্চিন্তে নেই। তাঁদের রাজনীতিতে এরকম ঘটনা বিরল হলেও, একজন সাংসদকে নিয়ে তাঁরা চিন্তায় আছেন বলে খবর।
আরও পড়ুন :-