দেবক বন্দ্যোপাধ্যায় :
রাষ্ট্রপতি নির্বাচনে নিজের দলের থেকেই বড় আঘাত পেতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হবে বলেই খবর রয়েছে তৃণমূলের অন্দরে। লোকসভা, রাজ্যসভা মিলিয়ে কম করে ১০ থেকে ১৫ জন সাংসদ এবং ৪০ থেকে ৫০ জন বিধায়ক রাষ্ট্রপতি নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে ভোট দেবেন না বলে মনস্থ করেছেন। প্রত্যাশিত ভাবেই এই ব্যাপারে প্রকাশ্যে কেউ মুখ না খুললেও দলের একটি বড় বিক্ষুব্ধ অংশ এবার উলটো পথেই হাঁটবেন বলে দলের বড় ছোট বিভিন্ন সুত্র থেকে জানা যাচ্ছে।
দলের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান যেমন অনেকে মেনে নিতে পারছেন না তেমনই তাঁদের এও সিদ্ধান্তের পিছনে সারদা-নারদার প্রভাব কাজ করছে বলেও অনেকের ধারণা।
রাষ্ট্রপতি নির্বাচনে কোনও হুইপ জারি করা যায় না আবার সাংসদ বিধায়কদের প্রকাশ্যে ভোট দিতে বলার উপায়ও এক্ষেত্রে নেই। এমনকী কাকে ভোট দিতে হবে এই ব্যাপারে কোনও দলীয় নির্দেশও রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে খাটে না।
রাষ্ট্রপতি নির্বাচনে ক্রস ভোটিং হলে সেটা দলের ভাঙনের প্রথম ধাপ হবে বলে মনে রাজনৈতিক মহল। পঞ্চায়েত নির্বাচনের আগে এই ধরনের কোনও ঘটনা মোটেই স্বাস্থ্যকর নয়।
তবে এর আগেও দু’একবার তৃণমূলে ভাঙনের প্রক্রিয়া শুরু হয়েছিল। দলনেত্রীর তৎপরতায় সেই প্রক্রিয়া পরিণতি পায়নি। এবারেও মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর হাতে এই প্রবণতা রুখে দেবেন বলে মনে করছে দলের আর এক অংশ।
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন