নীল বণিক:
টলিউড বাঁচাতে সরাসরি বণিকসভার সাহায্য চাইলেন বাংলা ছবি অবিসংবাদী নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সর্বভারতীয় বণিক সংগঠন এমসিসিআইয়ের বার্ষিক সভায় বক্তব্য রাখার সময় তাঁর গলায় শোনা গেল বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে আতঙ্কের সুর। কোনওরকম রাখঢাক না রেখেই তিনি বললেন, টলিউড ক্রমশই পিছিয়ে পড়ছে দক্ষিণের থেকে। সে প্রযুক্তির দিক থেকেই হোক কিংবা সময়োপযোগী গল্পের ভাবনা থেকে! বাংলা সিনেমার এই হাল চলতে থাকলে আগামী দিনে বাংলা ছবির দর্শকেরা ঝুঁকবেন সাউথের ছবিতেই।
তাই বাংলা সিনেমা বাঁচাতে প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার। যার জন্য দরকার বিনিয়োগ। বণিকসভার অনুষ্ঠানে শিল্পপতিদের কাছে বিনিয়োগের আবেদন জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিনেমা শিল্পে বিনিয়োগ করলে যে মোটা অঙ্কের লাভ সম্ভব তাও বোঝালেন শিল্পপতিদের। তাই আগামী দিনে শিল্পপতিদের নতুন ডেস্টনেশন হতেই পারে টলিউড, এমনটাই মনে করেন প্রসেনজিৎ।
আরও পড়ুন :-