আকাশ আসলে নীল না
পার্থসারথি পাণ্ডা
আকাশ আসলে নীল না,
আকাশ আসলে নেই;
শূন্য জমতে জমতে
পাহাড় হয়েছে ঘেন্না।
কোথাও কারও দেশ নেই;
নাভির নোঙর ছিঁড়ে
জাতক আসে না–
নাভিশ্বাস ওঠে শূন্যেই।
আমরা তো আর রাজা না,
বেবাক স্বদেশ তোর;
হাতে যদি হাত নাই দি’–
শুয়োর ডাকবি, তাই না ?
এতটা জেনেও ধর্মকানা–
দাঙ্গা-জেহাদ-ধর্ষণে
জ্বলছি লিউ–ডুবছি কই,
খুঁটতে খুঁটতে চোদ্দ আনা!
আরও পড়ুন :-
লাইক শেয়ার ও মন্তব্য করুন
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন